কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কদর্য মন্তব্য করেছেন। এরই প্রতিবাদে সংসদ কমপ্লেক্সে বৃহস্পতিবার ধর্না করবেন তৃণমূলের মহিলা সাংসদরা।
একটি সাক্ষাৎকারে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ভিডিয়ো নিয়ে কটাক্ষ করেন। সেই সাক্ষাৎকার এক্স প্ল্যাটফর্মে শেয়ার করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। ক্যাপশানে তিনি লেখেন, মাননীয় কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংয়ের মন্তব্য খুবই কদর্য। দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রতি এমন আচরণ মেনে নেওয়া যায় না।
তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন জানিয়েছেন, " দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর প্রতি কেন্দ্রের ক্যাবিনেট মন্ত্রীর এই ধরনের আচরণের তীব্র নিন্দা ও বিরোধিতা করছি। আপনারা ভিডিয়ো চাইলে, দেখিয়ে দেব। এটা খতিয়ে দেখা উচিত।" দলীয় সূত্রে খবর, সংসদে মহাত্মা গান্ধী মূর্তির পাদদেশে মহিলা সাংসদরা প্রতিবাদ করবেন।