লোকসভার ঘটনায় জাতীয় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল কংগ্রেস। ওই ঘটনার জেরে সরাসরি বিজেপি সাংসদের দেওয়া প্রবেশপত্র নিয়ে প্রশ্ন তুলল জোড়াফুল শিবির। এমনকি ওই সাংসদকে বহিষ্কারের দাবি করেছেন তুলেছে তারা।
এই ঘটনার জেরে সংসদ ভবনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূল সাংসদ দোলা সেন। তিনি প্রশ্ন তোলেন, জাতীয় নিরাপত্তা নিয়ে যদি মহুয়া মৈত্রকে বহিষ্কার করা হয় তাহলে বিজেপি সাংসদ প্রতাপ সিমহাকে কেন ছাড় দেওয়া হবে। এথিক্স কমিটির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
শীতকালীন অধিবেশন চলাকালীন লোকসভার অন্দরে ঢুকে পড়েন দুই যুবক। এবং তাঁরা রং বোমা ফাটাতে শুরু করেন বলে অভিযোগ। এই ঘটনার পরেই আতঙ্কিত হয়ে পড়েন সাংসদরা। নিরাপত্তায় গাফিলতির অভিযোগ তুলেছেন তাঁরা।