কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেও ভিন্ন মেরুতেই কংগ্রেস ও তৃণমূল। মঙ্গলবার আদানি-হিন্ডেনবার্গ ইস্যুতে সুর চড়ায় কংগ্রেস সহ বিরোধীরা। পাল্টা কেমব্রিজে রাহুল গান্ধীর বক্তব্যের জন্য ক্ষমা চাওয়ার দাবি করে বিজেপি। দফায় দফায় শাসক-বিরোধী তরজায় দুপুর ২টো পর্যন্ত মুলতুবি হয়ে যায় বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব।
এরপরই গান্ধীমূর্তির পাদদেশে আদানি ইস্যুতে সোচ্চার হন তৃণমূলের সাংসদরা। ধরনায় অংশ নেন তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, প্রসূন বন্দ্যোপাধ্যায়, শান্তনু সেন, সুখেন্দুশেখর রায়, সৌগত রায়রা। তবে সোমবারের পর মঙ্গলবারও কংগ্রেসের ডাকা বৈঠকে গরহাজির ছিল তৃণমূল। অন্যদিকে, আদানি ইস্যুতে জেপিসি দাবি করে পৃথকভাবে ধর্না প্রদর্শন করে কংগ্রেস। এদিন অধিবেশন শুরুর আগে কংগ্রেসের ডাকা বৈঠকে হাজির হন ১৭টি বিরোধী দলের নেতৃত্ব।