টান টান উত্তেজনাপূর্ণ বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে ভারত। তারপরেই দেখা গিয়েছিল বিধ্বস্ত ক্রিকেটাররা বসে রয়েছেন সাজঘরে। সেখানেই হঠাৎ চলে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যা নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। তৃণমূল নেতা কীর্তি আজাদের অভিযোগ, ভারতীয় খেলোয়াড়দের সাজঘরে ঢুকে নিয়ম ভেঙেছেন প্রধানমন্ত্রী।
নিজের এক্স হ্যান্ডেলে তিনি অভিযোগ করেছেন, শুধুমাত্র ক্রিকেটার এবং তাঁদের সাপোর্ট স্টাফ ছাড়া সাজঘরে কারোর ঢোকার অনুমতি নেই। সেখানে প্রধানমন্ত্রী কীভাবে ঢুকতে পারে সেনিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। যদিও ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকেই জানিয়েছেন, ড্রেসিংরুমে ঢোকা নিয়ে নির্দিষ্ট কোনও নিয়ম নেই ICC-র। এমনকি প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী বিশেষ কোনও অনুমতি পেয়েছিলেন কিনা সেবিষয়েও নির্দিষ্ট করে জানা যায়নি।