মহিলা সংরক্ষণ বিলকে সম্পূর্ণভাবে মিথ্য়া বলে কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। কারণ তাঁর অভিযোগ, এই বিলটি রূপায়নে দেরি করছে কেন্দ্রীয় সরকার। তাঁর মতে, এই বিলের নাম হওয়া উচিত ছিল 'মহিলা সংরক্ষণ পুনর্নির্ধারণ বিল'।
লোকসভায় মহিলা সংরক্ষণ বিল বিতর্কে অংশ নিয়ে কৃষ্ণনগরের সাংসদের দাবি, লোকসভায় তৃণমূল কংগ্রেসের মোট সাংসদদের মধ্যে ৩৯ শতাংশ-ই মহিলা। এজন্য তিনি গর্বিত। তবে একই সঙ্গে লজ্জিত লোকসভার মোট সাংসদদের মাত্র ১৪ শতাংশ মহিলা থাকায়।
Read More- আর কতদিন অপেক্ষা করতে হবে দেশের মহিলাদের ? মহিলা সংরক্ষণ বিল বির্তকে প্রশ্ন সনিয়ার
এদিকে, এদিন শুরুতে বিতর্কে অংশ নিয়ে তৃণমূলের আর এক সাংসদ কাকলি ঘোষ দস্তিদার দাবি করেছিলেন দেশের ১৬ রাজ্যে বিজেপি ক্ষমতায় রয়েছে। কিন্তু তাদের কোনও মহিলা মুখ্যমন্ত্রী নেই। তৃণমূল গর্বিত আজ বাংলা মহিলা মুখ্যমন্ত্রী দ্বারা পরিচালিত। প্রায় একই সুর মহুয়ার গলাতেও। তিনি জানান, পশ্চিমবঙ্গের রাজনীতিতে মহিলা সংরক্ষণ কার্যকর হয়েছে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। এই কারণেই মহিলা সংরক্ষণ বিলের অন্যতম পুরধা হিসেবে মমতাকেই পথপ্রদর্শক বলেছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ।