শুক্রবার সংসদের স্পিকারের কাছে এথিক্স কমিটির রিপোর্ট জমা পড়বে। সংসদে প্রবেশের আগে চেনা মেজাজে মহুয়া মৈত্র। তাঁকে এই নিয়ে প্রশ্ন করা হলে, কাজী নজরুল ইসলামের কবিতা শোনা গেল সাংসদের মুখে। এবার মহাভারতের যুদ্ধ শুরু হবে, বিজেপিকে হুঁশিয়ারি মহুয়ার।
এদিন সংসদে পৌঁছনোর পরই মহুয়াকে ঘিরে ধরেন সাংবাদিকরা। তাঁর মন্তব্য জানতে চাওয়া হয়। মহুয়া জানান, "আমাদের বাংলায় কাজী নজরুল ইসলামের একটি কবিতা আছে। অসত্যের কাছে কভু নত নাহি কর শির/ ভয়ে কাঁরে কাপুরুষ, লড়ে যায় বীর।" এরপরই বলেন, "এরা বস্ত্রহরণ শুরু করেছে। এবার আপনারা মহাভারতের যুদ্ধ দেখতে পাবেন।"