গত সপ্তাহেই সংসদ থেকে বহিষ্কৃত হয়েছেন। এবার তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে সংসদের বাংলো ছাড়তে হবে। কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকে চিঠি সংসদের আবাসন কমিটির।
তৃণমূল সূত্রে জানা গিয়েছে, মহুয়া মৈত্র এখনও মন্ত্রকের কোনও চিঠি পাননি। গত সপ্তাহে টাকা নিয়ে প্রশ্ন করার অভিযোগে এথিক্স কমিটি সংসদের স্পিকার ওম বিড়লার কাছে ৪৯৫ পাতার রিপোর্ট জমা দেন। ওই রিপোর্ট পড়ে দেখার জন্য সময় চেয়েছিল তৃণমূল কংগ্রেস। কংগ্রেস ও বিরোধী দলগুলিও সময় চেয়েছিল। কিন্তু ওই দিনই মহুয়াকে বহিষ্কার করেন স্পিকার।
সোমবার এই নিয়ে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে শুনানির আবেদনও করেন মহুয়া মৈত্র। দল তাঁর পাশে দাঁড়িয়েছে।