গোয়ায় (Goa) বিধানসভা নির্বাচনে খাতা খুলতে পারেনি তৃণমূল (TMC)। কিন্তু দলের ফলাফলে অখুশি নন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, ৩ মাসে ৬ শতাংশ ভোট পেয়েছে তৃণমূল। একদম নতুন রাজ্যে গিয়ে অন্য কোনও রাজনৈতিক দল এমনটা করে দেখাতে পারেনি।
আরও পড়ুন: AAP in West Bengal: পাঞ্জাবে ঝড় তোলার পর আপ-এর নজরে বাংলার পঞ্চায়েত ভোট
অল্প দিনেই অনেক মানুষের কাছে পৌঁছতে পেরেছে তৃণমূল। এমনটাই জানিয়েছেন অভিষেক। তিনি বলেন, "হয়ত সকলের কাছে পৌঁছতে পারিনি। তবে ছয় শতাংশ ভোট পেয়েছি। আমরা না জিততে পারলেও মানুষের কাছে পৌঁছতে পেরেছি। আমাদের প্রতিনিধিরা মানুষের জন্য কাজ করবে। আগামী পাঁচ বছর গোয়ার মাটি কামড়ে পড়ে থাকব।”
এমন কয়েকটি বিধানসভা রয়েছে, যেখানে তৃণমূল তিন মাসের মধ্যে ৩০ শতাংশ ভোট পেয়েছে। অভিষেকের কথায়, "গোয়ার মানুষের কাছে আমরা বদ্ধপরিকর। যা প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমরা গোয়ায় থাকব এবং ময়দানে নেমে লড়াই করব। আগামী ৫ বছর মাটি কামড়ে পড়ে থাকব।”