রাজসভার সাংসদ পদে ইস্তফা লুইজিনহো ফ্যালেইরোর। মঙ্গলবার রাজ্যসভার চেয়ারপার্সন জগদীপ ধনখড়ের কাছে পদত্যাগপত্র জমা দেন এই তৃণমূল সাংসদ। ইস্তফা দেওয়ার পর তা স্বীকারও করে নেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী। তবে আচমকা তাঁর এই কাণ্ডে শোরগোল পড়েছে তৃণমূলের অন্দরেও। কিন্তু তৃণমূল ছাড়ার প্রশ্নে এখনই কিছু জানাতে চাননি তিনি। এমনকি, তাঁর এই কাণ্ডের আগাম কোনও খবর ছিল না তৃণমূলের গোয়া পর্যবেক্ষক কীর্তি আজাদের কাছেও।
২০২১ সালের কংগ্রেস ছেড়ে তৃণমূলে আসেন ফেলেইরো। ২৯ সেপ্টেম্বর কলকাতায় আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগদান করেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী। অন্যদিকে, ২০২১ সালেই অর্পিতা ঘোষের রাজ্যসভার মেয়াদ ফুরোয়। সেই জায়গায় রাজ্যসভার সাংসদ করা পাঠানো হয় লুইজিনহো ফ্যালেইরোকে।