রাহুল গান্ধী ইস্যুতে অবশেষে কংগ্রেসের সঙ্গে কাছাকাছি এল তৃণমূল কংগ্রেস। সোমবার সংসদ অধিবেশনের আগে কংগ্রেসের বিরোধী দলগুলির ডাকা বৈঠকে যোগ দেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা। সংসদে বিরোধীদের ধর্নাতেও যোগ দেবে তৃণমূল।
মোদী পদবি নিয়ে মানহানি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সাংসদ পদও খুইয়েছেন তিনি। সূত্রের খবর, সোমবার তৃণমূলের দুই সাংসদ জহর সরকার ও প্রসূণ বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে যোগ দেন। পাশে দাঁড়িয়েছে অন্য বিরোধী দলগুলিও। তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি, বিআরএস সহ একাধিক দলও রাহুলের সাংসদ পদ খারিজের প্রতিবাদ করেছে।
সূত্রের খবর, সংসদের বাজেট অধিবেশনের প্রথম ও দ্বিতীয় দফার অধিবেশনে কংগ্রেসের ডাকা বিরোধী দলগুলির বৈঠকে যোগ দেয়নি তৃণমূল। কিন্তু এদিন মল্লিকার্জুন খাড়গের ডাকা বিরোধী দলের বৈঠকে যোগ দেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা। সোমবার সংসদের দুই কক্ষেই কালো পোশাক ও ব্যাচ পরে ধর্না দেবেন বিরোধী দলের সাংসদরা। তৃণমূল ছাড়াও কংগ্রেস সঙ্গে আছে সিপিএম, আরএসপি, ডিএমকে, এনসিপি, জেডিইউ, এমডিএমকে দলের প্রতিনিধিরাও।