উত্তরপ্রদেশে ঢোকার মুখেই বাধা পেল 'দিল্লি চলো'র বাস। পুলিশের পোশাকে দুই ব্যক্তি এসে বাস দাঁড় করিয়ে তল্লাশিও নেন তারা। বাসের সামনে দাঁড় করিয়ে রাখায় হয় একটি বাইককে। গোটা ঘটনাটি ক্যামেরা বন্দি করেন বাসের ভিতরে থাকা এক যাত্রী। রবিবার রাতে সেই ভিডিয়ো প্রকাশ করে তৃণমূল কংগ্রেসের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে লেখা হয়েছে, ‘‘এই ধরনের বাধা বিজেপির কাছে প্রত্য়াশিতই’’
সোমবার সকাল থেকেই দিল্লিতে ধর্না কর্মসূচি শুরু হওয়ার কথা তৃণমূলের । রাজ্যে ১০০ দিনের কাজের বকেয়া টাকা এবং আবাস যোজনা-সহ অন্যান্য আর্থিক দাবি আদায়ের জন্য সোম এবং মঙ্গল বার দু’দিন দিল্লিতে কেন্দ্রের বিরুদ্ধে তৃণমূলের অবস্থান কর্মসূচি রয়েছে। দিল্লির রাজঘাটে সোমবার সকালে তাঁদের নিয়ে কর্মসূচি শুরুর আগে রবিবার রাতেই সবার দিল্লি পৌঁছে যাওয়ার কথা। কিন্তু তার আগে উত্তরপ্রদেশে ঢোকার মুখেই বাধা পেল তৃণমূলের দিল্লি যাত্রার বাস ।
দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই কর্মসূচিতে যোগ দেবেন পারিশ্রমিক না পাওয়া বাংলার জব কার্ড হোল্ডার প্রধানমন্ত্রীর আবাস যোজনার সুবিধা না পাওয়া বাংলার বঞ্চিতরাও।