কেবল লড়াই করার জন্য লড়াই নয়, বিজেপি এবং কংগ্রেসকে কড়া টক্কর দিতে তৈরি গোয়ার (Goa) তৃণমূল কংগ্রেস (TMC)। বাংলার শাসকদলের প্রথম দফার প্রার্থীতালিকায় অন্তত তেমনই ইঙ্গিত। দুই প্রাক্তন মুখ্যমন্ত্রীকেই প্রার্থী করেছে তৃণমূল।
গোয়া বিধানসভা নির্বাচনে ৪০টি আসনের মধ্যে ১১ টি কেন্দ্রের জন্য প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমূল। এই তালিকাতেই জায়গা পেয়েছেন গোয়ার প্রাক্তন দুই মুখ্যমন্ত্রী, লুইজিনহো ফেলেইরো এবং চার্চিল আলেমাও। নিজেদের পুরোনো কেন্দ্র থেকেই প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন তাঁরা।
আরও পড়ুন: Mamata Up : অখিলেশের প্রচারে লখনউ যাচ্ছেন মমতা, ৮ ফেব্রুয়ারি ভার্চুয়াল সভা
নিজের পুরোনো কেন্দ্র ফাতোরদা থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি লুইজিনহো ফেলেইরো। তিনি সেপ্টেম্বর মাসে কলকাতায় এসে তৃণমূলে যোগ দেন। পরে অর্পিতা ঘোষের আসনে তিনি তৃণমূলের রাজ্যসভার সাংসদও মনোনীত হন।
পাশাপাশি, বেনাউলিম থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন এনসিপি ত্যাগ করে আসা গোয়ার শিল্পপতি তথা চার্চিল ফুটবল দলের মালিক চার্চিল আলেমাও। ফেলেইরো এবং আলেমাও দু’জনেই গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী।