ত্রিপুরা বিধানসভার নির্বাচনে মাত্র অর্ধেক আসনে প্রার্থী দিতে পারলেও প্রচারে কোনও খামতি রাখছে না রাজ্যের শাসক দল। বুধবার ত্রিপুরার ভোটে তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। দেব-মিমি-নুসরতরা ঘসফুলের হয়ে প্রচার করবেন ত্রিপুরায়।
আগামী ৬-৭ ফেব্রুয়ারি আগরতলায় যাবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রচারকদের তালিকার শীর্ষে রয়েছেন মমতা-অভিষেক। তালিকায় রয়েছেন তৃণমূলের তিন তারকা সাংসদ দেব-মিমি-নুসরত। তাছাড়াও- তালিকায় রয়েছেন বিনোদন জগতের একগুচ্ছ মুখ।
রয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, বিধায়ক রাজ চক্রবর্তী, বিধায়ক-অভিনেতা সোহম চক্রবর্তী, বিধায়ক জুন মালিয়া, তৃণমূলের সাধারণ সম্পাদক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়, যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ।