বকেয়া টাকার দাবিতে সোমবার থেকে ২দিন দিল্লির বুকে বিক্ষোভ কর্মসূচি নিয়েছে তৃণমূল কংগ্রেস। যার নেতৃত্ব দেবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে কলকাতা থেকে বাসে করে দলের কর্মী, সমর্থক ও নেতারা দিল্লিতে পৌঁছে গিয়েছেন। তাঁদের সঙ্গে সেখানে রয়েছেন রাজ্যস্তরের একাধিক শীর্ষ নেতা।
এদিকে রবিবার বিকালের বিমানে দিল্লি পৌঁছেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সঙ্গে করে নিয়ে গেছেন, বাঁকুড়ার বিষ্ণুপুরে বাড়ি ভেঙে যে শিশুদের মৃত্যু হয়েছে তাদের পরিজনদের। বিমানবন্দরে ঢোকার আগেই ফের নিশানা করেন কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী গিরিরাজ সিংকে।
এদিকে দিল্লি যাওয়ার জন্য ট্রেন ভাড়ার আবেদন করেছিল তৃণমূল কংগ্রেস। গত শুক্রবার সেই আবেদনও খারিজ করে দেওয়া হয়। এমনকী শনিবার রাতেও অভিযোগ করা হয় রবিবার দিল্লিগামী একটি বিমান বাতিল করে দেওয়া হয়েছে। দাবি করে হয়েছে ওই বিমানে অনেক তৃণমূল নেতা -নেত্রীর দিল্লি যাওয়ার কথা ছিল।
Read More- ঝাড়ু হাতে প্রধানমন্ত্রী, নেতৃত্ব দিলেন স্বচ্ছ ভারত অভিযানের
তৃণমূল কংগ্রেসের অভিযোগ, ১০০ দিনের কাজের টাকা এবং আবাস যোজনার টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। বারবার আবেদন করেও সেই টাকা পাওয়া যায়নি। ফলে বঞ্চিত হচ্ছেন বাংলার মানুষ। সেকারণেই দিল্লির বুকে আন্দোলন করার সিদ্ধান্ত।