মণিপুরের অশান্ত পরিস্থিতি পরিদর্শনে সেখানে গেল তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধিদল। বুধবার সকাল ১০টা নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে রওনা হন তাঁরা। ওই দলে রয়েছেন, দোলা সেন, ডেরেক ও’ব্রায়েন, কাকলী ঘোষ দস্তিদার, কল্যাণ বন্দ্যোপাধ্য়ায় এবং সুস্মিতা দেব। ইম্ফল বিমানবন্দরে নেমে সেখান থেকে সরাসরি অশান্ত এলাকায় যাওয়ার কথা তাঁদের।
মঙ্গলবারই NDA-র পালটা মঞ্চ গড়ে জাতীয় স্তরে লড়াইয়ের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি বিরোধী দলগুলি নিয়ে INDIA নামের ওই মঞ্চ গড়ে তোলা হয়েছে। তার ঠিক পরের দিন, অর্থাৎ বুধবার মণিপুরে ৫ সদস্যের প্রতিনিধি দল পাঠাল তৃণমূল কংগ্রেস।
Manipur: অগ্নিগর্ভ মণিপুর, ১২ বন্দিকে ছিনিয়ে নিয়ে গেল দুষ্কৃতীরা!
মণিপুর যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সুস্মিতা দেব জানান, অশান্ত মণিপুরের সাধারণ মানুষদের সঙ্গে কথা বলতে যাচ্ছেন তাঁরা। বিভিন্ন ত্রাণ শিবিরে যাওয়ারও পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন। দুদিনের সফর শেষে ওই প্রতিনিধি দলের তরফে একটি বিস্তারিত রিপোর্ট জমা করা হবে দলের সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে।