বাঘের হামলায় মৃত্যু হল দশ বছর বয়সী এক বালকের। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের কতর্নিয়া ঘাট অভয়ারণ্যে। মৃত ওই বালকের নাম মেহফুজ। ইতিমধ্যেই তার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রের খবর, অম্বা গ্রামের কয়েকজন স্থানীয় ওই অভয়ারণ্যে গরু চরাতে গিয়েছিলেন। সেই সময় আচমকাই একটি বাঘের গর্জন শুনতে পান সকলে। গ্রামবাসীরা দৌড়ে পালালেও মাহফুজ নামে ওই ১০ বছরের বালকটি পালাতে পারেনি। সেই সময়ই বাঘটি তাকে আক্রমণ করে।
এরপর গ্রামবাসীরা জড়ো হয়ে চিৎকার চেঁচামেচি করলে বাঘটি জঙ্গলে পালিয়ে যায়। কিন্তু ততক্ষণে মৃত্যু হয় ওই বালকের। ইতিমধ্যেই তার দেহ পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে। তার সৎকারের জন্য পরিবারের হাতে পাঁচ হাজার টাকা তুলে দেওয়া হয়েছে।
আরও পড়ুন - নিম্নবর্গের মানুষদের 'অপমান', জোম্যাটোর বিতর্কিত বিজ্ঞাপনটি মুছে দিল সংস্থা
এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ওই অভয়ারণ্যের বিভাগীয় বন কর্মকর্তা। তাঁর কথায়, ওই অভয়ারণ্যে ক্রমেই বাঘের হামলা বেড়ে চলেছে। গত বছর এপ্রিল থেকে চলতি মাস অর্থাৎ জুন ২০২৩ পর্যন্ত মহিলা এবং শিশুসহ মোট ১৯ জন প্রাণ হারিয়েছেন বাঘের হামলায়। আহত হয়েছেন ৭০ জন।