'ঠুমকা' বিতর্ক নিয়ে এবার রাজ্য বিধানসভায় প্রতিবাদে নামল তৃণমূল কংগ্রেস। কেন্দ্রের বিজেপি নেতা মন্ত্রীদের বিরুদ্ধে নারী বিদ্বেষের অভিযোগ তুললেন তৃণমূল বিধায়করা। তাঁদের অভিযোগ, বারবার মহিলাদের উদ্দেশে অপমানজনক মন্তব্য করেন কেন্দ্রের মন্ত্রীরা।
সম্প্রতি উদ্বোধন হয় কলকাতা চলচ্চিত্র উৎসব। ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আচরণকে ঠুমকা বলে কটাক্ষ করেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। মন্ত্রীর এই মন্তব্যের পর তাঁকে কটাক্ষ করতে শুরু করেছেন বিরোধীরা। তাঁদের অভিযোগ, মহিলাদের সম্মান দিতে জানেন না কেন্দ্রের মন্ত্রীরা।
বুধবার সকালে লোকসভার অধিবেশনের ফাঁকে ওই মন্তব্য করেন গিরিরাজ সিং। শুধু তাই নয়, মন্তব্য করার সময় তাঁকে শরীর দোলাতেও দেখা গিয়েছে।