টানা ৪০ ঘন্টা গুলির লড়াইের পর সাফল্য পেল জম্মু-কাশ্মীরের নিরাপত্তা বাহিনী। নিকেশ করা হল তিন জঙ্গিকে। উদ্ধার করা হয়েছে বিপুল অস্ত্র। নিহতদের মধ্যে এনআইএ-র মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা জঙ্গি বাসিত দার রয়েছে বলে জানা গিয়েছে। ওই জঙ্গি লস্কর-ই-তৈবার কমান্ডার ছিল বলে খবর।
সোমবার রাত থেকে জম্মু-কাশ্মীরের কুলগ্রামে গুলির লড়াই শুরু। গোটা এলাকা ঘিরে চিরুনি তল্লাশি চালানো হয়। টানা গুলির লড়াই চালানোর পর নিহত হয় দুই জঙ্গি। যার মধ্যে একজন লস্কর-ই-তইবার অন্যতম শীর্ষ কমান্ডার বাসিত দার। কিন্তু তাদের আরও এক সহযোগী পালিয়ে যায়।
আরও পড়ুন - টাকা ফেরত না দেওয়ায় যৌনাঙ্গে ইট বেঁধে দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল হতেই তোলপাড়
তৃতীয় জঙ্গিকে খুঁজতে ফের লড়াইয়ে নেমে পড়ে পুলিশ। অবশেষে বুধবার একটি বাড়িতে তার খোঁজ মেলে। দীর্ঘক্ষণ গুলির লড়াই চলার পর নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু হয় মোমিন মীর নামে ওই জঙ্গিরও।