বানভাসি দিল্লি। গত ৪৫ বছরে এমন ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখেনি রাজধানী। শুক্রবার যমুনার জলে সাঁতার কাটতে গিয়ে ভেসে গেল তিনজন কিশোর। পুলিশ জানিয়েছে, শুক্রবার বিকেল তিনটের সময় ফুলেফেঁপে ওঠা যমুনার জলে সাঁতার কাটতে নেমেছিল ১০ বছর থেকে ১৩ বছর বয়সী ওই তিনজন। তাদের বাঁচানোর জন্য জলে ঝাঁপ দিয়েছিলেন এক পুলিশ কনস্টেবল। কিন্তু, ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে।
তিনদিন আগেই ভেঙে গিয়েছিল দিল্লির বুকে সর্বোচ্চ জলস্তরের রেকর্ড। শুক্রবার বিকেল তিনটের সময় জলস্তর ছিল ২০৮.২৫ মিটার। কেন্দ্রীয় জল কমিশনের তথ্যানুযায়ী, শুক্রবার সকালের দিকে জলস্তর ছিল ২০৮.৫৭ মিটার।
উল্লেখ্য, গত বুধবার যমুনার এই জলস্তর পৌঁছে যায় ২০৭.৭১ মিটারে। যা, ১৯৭৮ সালের ২০৭.৪৯ মিটার জলস্তরের সর্বকালের রেকর্ড ভেঙে দিয়েছিল।