কাশ্মীরের শ্রীনগরের ডাল লেকে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল তিনজন বাংলাদেশি পর্যটকের। ভয়ংকর অগ্নিকাণ্ডে তাঁরা যে হাউজ বোটে ছিলেন, সেটি-সহ মোট পাঁচটি হাউজ বোট ভস্মীভূত হয়ে গিয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার ভোর ৫টা ১৫ মিনিট নাগাদ ডাল লেকের ৯ নম্বর ঘাটের একটি হাউস বোটে আগুন লাগে। সেখান থেকে দ্রুত আশপাশের আরও ৪টি হাউজ বোটে আগুন ছড়িয়ে পড়ে। দাউদাউ করে জ্বলতে থাকে পাঁচটি হাউজবোট। আগুনের মধ্যে আটকে পড়ে ঝলসে মারা যান ওই বাংলাদেশী পর্যটকরা। এই মর্মান্তিক অগ্নিকাণ্ডে অন্তত ৭ জন গুরুতর আহত হয়েছেন। ক্ষতি হয়েছে কয়েক কোটি টাকার৷ প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে।
Babar Azam: বিশ্বকাপে ভরাডুবির দায় নিয়ে দায়িত্ব ছাড়বেন? মুখ খুললেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম
কাশ্মীরের অন্যতম আকর্ষণ ডাল লেকের হাউজ বোটে থাকা। ভূস্বর্গের আনন্দ নিতে কাঁটাতার পেরিয়ে ভারতে এসেছিলেন বাংলাদেশি পর্যটকরা৷ তাঁদের কেড়ে নিল মর্মান্তিক দুর্ঘটনা।