রাত পোহালেই নতুন মাস শুরু হবে। এপ্রিল শেষে মে'র শুরু থেকেই বড় চারটি পরিবর্তন ঘটাতে চলেছে কেন্দ্র সরকার। গ্যাস সিলিন্ডারের দাম থেকে শুরু করে ব্যাঙ্কের কেওয়াইসির নিয়মে পরিবর্তন- সবকিছুই জনসাধারণের পকেটে প্রভাব ফেলতে চলেছে বলেই খবর।
১ মে থেকেই জিএসটি নিয়মে পরিবর্তন আসতে চলেছে। নতুন নিয়ম বলছে, ১০০ কোটি টাকার বেশি টার্নওভার সহ সংস্থাগুলির জন্য, লেনদেনের রসিদ ৫০ দিনের মধ্যে ইনভয়েস রেজিস্ট্রেশন পোর্টালে বাধ্যতামূলকভাবে আপলোড করতে হবে। এছাড়া মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগকারীদের KYC-যুক্ত ই-ওয়ালেট ব্যবহারের জন্য নির্দেশ দিয়েছে SEBI। মে মাসের প্রথমেই এলপিজি গ্যাস সিলিন্ডারের দামে পরিবর্তন ঘটতে পারে বলে খবর। পাশাপাশি, সিএনজি-পিএনজি গ্যাসের দামেও পরিবর্তন আসতে পারে বলে খবর। অন্যদিকে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের তরফ জানানো হয়েছে, এটিএম থেকে টাকা তোলার পর পর্যপ্ত ব্যালান্স না থাকলে জিএসটি বাবদ ১০ টাকা কেটে নেওয়া হবে।
আরও পড়ুন- Ludhiana Gas Leak: স্মৃতি ফিরল ভোপালের, লুধিয়ানায় গ্যাস লিক করে মৃত ৯