ভারতের সবচেয়ে ধনীর তালিকায় এই মুহূর্তে শীর্ষে রয়েছেন গৌতম আদানি, তালিকায় দু নম্বরে মুকেশ আম্বানি। আদানি-আম্বানিদের খবর সারা দেশ রাখি বটে, তবে দেশের ধনী মহিলাদের (Richest women of India) তালিকা নিয়ে আলোচনা তুলনামূলক কম। আসুন, দেখে নেওয়া যাক, তালিকার প্রথম দশে কারা রয়েছেন
১) রশ্নি নাদার (এইচসিএল)
মোট সম্পত্তি- ৮৪,৩৩০ কোটি টাকা
২) ফাল্গুনি নাইয়ার (নাইকা)
মোট সম্পত্তি- ৫৭,৫২০ কোটি টাকা
৩) কিরণ মজুমদার শ (বায়োকন)
মোট সম্পত্তি- ২৯,০৩০ কোটি টাকা
৪) নিমা মোটাপারতি ( ডিভি'স ল্যাবোরেটরিস)
মোট সম্পত্তি- ২৮,১৮০ কোটি টাকা
৫) রাধা ভেম্বু ( জোহো)
মোট সম্পত্তি- ২৬,২৬০ কোটি টাকা
৬) লীনা গান্ধী তিওয়ারি( ইউএসভি)
মোট সম্পত্তি- ২৪,২৮০ কোটি টাকা
৭) মেহের পুদুমজি এবং অণু আগা( থার্ম্যাক্স)
মোট সম্পত্তি- ১৪,৫৩০ কোটি টাকা
৮) নেহা নারখেদে (কনফ্লুয়েন্ট)
মোট সম্পত্তি-১৩,৩৮০ কোটি টাকা
৯) বন্দনা লাল (ডঃ লালপ্যাথ ল্যাব)
মোট সম্পত্তি-৬,৮১০ কোটি টাকা
১০) রেণু মুঞ্জল (হিরো ফিনকর্প)
মোট সম্পত্তি-৬,৬২০ কোটি টাকা