সিবিএসই-র পথেই হাঁটতে চলেছে সিআইএসসিই বোর্ড? গুরুত্ব হারাতে চলেছে আইসিএসই পরীক্ষা? সব ঠিক থাকলে দ্বাদশ শ্রেণিতেই হবে বোর্ডের প্রথম পরীক্ষা। বোর্ড-প্রধান জেরি অ্যারাথুন জানিয়েছেন, ২০২৪ সালে আইসিএসই হবে। তবে ২০২৫ থেকে হবে কি না, নিশ্চিত নয়। আগামীতে এই সংক্রান্ত- সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক।
আইসিএসই উঠে গেলে সে ক্ষেত্রে কেবল বার্ষিক পরীক্ষা দিয়ে একাদশ শ্রেণিতে উঠবে পড়ুয়ারা। দ্বাদশ শ্রেণিতে প্রথম বোর্ড পরীক্ষা হবে, এই পদ্ধতি চালু রয়েছে সিবিএসই বোর্ডে।
সিআইএসসিই বোর্ডের স্কুলগুলিতে ইতিমধ্যে জাতীয় শিক্ষানীতি চালু হয়ে গিয়েছে। ২০২৪ সালে দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার মূল্যায়নে এবং প্রশ্নপত্রেও কিছু পরিবর্তন করা হবে।