মহারাষ্ট্রের থানের মীরা-ভায়ান্দার এলাকার সাত তলার একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে সরস্বতী বৈদ্যর টুকরো টুকরো দেহ। অভিযোগের আঙুল মনোজ সাহানি।এই নৃশংস ঘটনায় অভিযুক্ত মনোজ পুলিশকে জানিয়েছেন, ৩৬ বছরের সরস্বতীকে ‘মেয়ের মতো’ দেখতেন তিনি। কোনও শারীরিক সম্পর্ক ছিল না , তিনি HIV আক্রান্ত। ২০০৮ সালে সে কথা জানতে পারেন। সেই থেকে চিকিৎসা চলছে।
Odisha Train Accident : ট্রেন দুর্ঘটনায় মৃতদেহের সারি, ভেঙে ফেলা হচ্ছে বাহনগা বাজারের সেই স্কুল
পুলিশ সূত্রে খবর, লিভ ইন পার্টনার সরস্বতীকে নিয়ে বেজায় পজেজিভ ছিলেন মনোজ। সন্দেহ করতেন তাঁকে। সরস্বতী দশম শ্রেণীর পরীক্ষা দেওয়ার কথা ভাবছিলেন , তাঁকে অঙ্ক করাতেন সাহানি। এই দম্পতি গত তিন বছর ধরে ওই ফ্ল্যাটে বসবাস করছিলেন।
ফ্ল্যাটের চারপাশ থেকে দুর্গন্ধ বেরতে শুরু করলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ, এবং মৃত মহিলার টুকরো করা দেহ উদ্ধার করে