হালফিলে রিয়েলের থেকে বেশি ক্রেজ রিলেই। বৃষ্টি, বাদল, রোদ মাথায় করেই রিল বানানোর হিড়িক দেখা যায়। এর আগে, এই রিল বানানোর চক্করে অনেকেই পড়েছেন আইনি জটিলতায়। সম্প্রতি, এমনই ঘটনার পুনরাবৃত্তি ঘটিয়ে গুজরাট পুলিশের নজর কেড়েছেন এক যুবতী। সম্প্রতি এক ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে , মুষলধারে বৃষ্টি পড়ছে, এর মাঝেই গাড়ি থামিয়ে কার্যত যোগব্যায়াম করছেন এই যুবতী। ভিডিও দেখে কার্যত চোখ কপালে নেটিজেনদের, অনেকেই যুবতীকে কটাক্ষ করেছেন। কেউ কেউ আশঙ্কা প্রকাশ করেছেন এই ভেবে যে দুর্ঘটনা ঘটে যেতে পারে।
রাস্তা আটকে রিল বানিয়ে ট্রাফিক আইন লঙ্ঘন করার অপরাধে যুবতীকে ভিডিও শেয়ার করে ক্ষমা চাওয়ার নিদান দেন গুজরাট পুলিশ। রাজকোট পুলিশের কাছে এই মর্মে মহিলা ক্ষমা চেয়ে নেয়। পরে গুজরাট পুলিশ সেই ভিডিও শেয়ার করে নেন নিজেদের এক্স হ্যান্ডেলে।