প্রেমিকাকে খুনের পর আত্মহত্যা। ‘খুশিকে মেরে দিয়েছি। ওর কাছেই চললাম। বাই…বাই।’ ফেসবুক লাইভ এসে নিজের মাথায় গুলি করে আত্মঘাতী যুবক। উল্লেখ্য, প্রেমিকা নিবেদিতাকে হস্টেলের সামনে গিয়ে গুলি করে খুন করার অভিযোগ উঠেছিল তাঁর প্রেমিক অঙ্কিত নামে এক যুবকের বিরুদ্ধে। খুশি নামে ওই যুবতীকে পরপর তিনটি গুলি করেন ওই অভিযুক্ত। এদিন নিজেকেও শেষ করলেন অঙ্কিত নামের ওই যুবক। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডে।
পুলিশ সূত্রে খবর, বেশ কিছুদিন অঙ্কিতের সঙ্গে যোগাযোগ রাখছিলেন না তার প্রেমিকা। ফোন মেসেজের উত্তর দিচ্ছিলেন না। তাতেই ক্ষুব্ধ হয়েছিলেন প্রেমিক বলেই অনুমান পুলিশের।