বারবার মোদী সরকার। সংসদের ভিতরে এবার স্লোগান শাসকের। শুরু হল শীত অধিবেশন। যদিও সংসদের আসার আগে বিরোধীদের সতর্ক করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানিয়েছেন, তিন রাজ্যে হারের রাগ যেন সংসদের অধিবেশনে না দেখানো হয়। তাঁর পরামর্শ, তিন রাজ্যে ভোটের হার থেকে লোকসভার জন্য শিক্ষা নিতে পারেন বিরোধীরা।
রাজনৈতিক মহলের মতে, লোকসভার শীত অধিবেশনের ঠিক আগের দিন হ্যার্ট ল্যান্ডে বিরাট জয় বিজেপির আত্মবিশ্বাসকে ফের চাঙ্গা করেছে। কারণ, শেষ অধিবেশনেও সরকারকে বেশ চাপে থাকতেই দেখা গিয়েছিল। কিন্তু হিন্দি বলয়ের তিন রাজ্যের এই জয় গেরুয়া শিবিরকে এবার অলআউট যাওয়ার রসদ দিয়েছে।
সোমবার থেকে শুরু হয়েছে শীত অধিবেশন। এই অধিবেশনে আসবে একাধিক বিল। পেশ হতে পারে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে নিয়ে অ্যাথিক্স কমিটির রিপোর্ট। টাকার বিনিময়ে প্রশ্ন ইস্যুতে যে রিপোর্টে মহুয়ার সাংসদ পদ খারিজের সুপারিশ করা হয়েছে বলেই জানা গিয়েছে।