শিক্ষাক্ষেত্রে কার্যত নজিরবিহীন ঘটনা | পরীক্ষা হওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই বাতিল হয়ে গেল UGC NET পরীক্ষা | লক্ষ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ কার্যত প্রশ্নের মুখে | রাতের পর রাত জেগে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের জন্য এবং জুনিয়র রিসার্চ ফেলোশিপের জন্য পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকেন পরীক্ষার্থীরা| কিন্তু রাতারাতি কেন বাতিল করে দেওয়া হল নেট পরীক্ষা, প্রথমে বুঝে ওঠা যাচ্ছিল না | বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রকের তরফে করা হল সাংবাদিক বৈঠক |
শিক্ষা মন্ত্রকের আশ্বাস, কোনও বেনিয়ম বা ভুল হলে কড়া পদক্ষেপ করা হবে| কবে পরীক্ষা হবে সে বিষয়েও কোনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি | শিক্ষা মন্ত্রকের যুগ্ম সচিব গোবিন্দ জয়সওয়াল এদিন সাংবাদিক বৈঠকে বলেন, ‘এই পর্যায়ে এর থেকে বেশি কিছু বলা সম্ভব নয়। এনটিএ-র নিজস্ব কিছু পদ্ধতি আছে। সবটাই তদন্ত করে দেখা হচ্ছে।’