মার্চ মাস পড়তে না পড়তেই তাপমাত্রার চোখ রাঙানি শুরু। মৌসম ভবন সূত্রে খবর, আগামী দু'মাসে চলতে পারে তাপপ্রবাহ। দিল্লি, পঞ্জাব, হরিয়ানা সহ গোটা উত্তর ভারতে সহ্যের বাইরে যাবে গরম। তাপমাত্রা বাড়বে বাংলারও। অধিকাংশ রাজ্যে তাপমাত্রা ছুঁতে পারে ৪০ ডিগ্রির ঘর৷ তাই হিটওয়েভ থেকে বাঁচতে কী করণীয়, তা নিয়ে আগেভাগেই একগুচ্ছ নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।
Rahul Gandhi's new look : ট্রিম করা দাড়ি, চুলও ছাঁটা, রাহুল গান্ধীর নতুন মেকওভারের রহস্য কী ?
উচ্চ রক্তচাপ সম্পন্ন রোগী, গর্ভবতী মহিলা, বাচ্চা এবং প্রবীনদের দুপুর রোদে বাড়ি থেকে বেরতে নিষেধ করা হয়েছে। পর্যাপ্ত পরিমাণ জল ও ORS পানের পরামর্শ দেওয়া হয়েছে। এই গরমে চা না খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা, বদলে চলতে পারে বাড়িতে বানানো লেবুর জল, ঘোল, লস্যি। ফিনফিনে সুতীর পোশাক পরতে বলা হয়েছে, আর অবশ্যই এই গরমে ছাতা এবং টুপি ব্যবহারের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রক।