নির্ঘণ্ট প্রকাশ কার্যত সময়ের অপেক্ষা। এই পরিস্থিতিতে লোকসভা ভোটের আগে সংসদে শেষ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। রাজনৈতিক মহলের মতে, অন্তর্বর্তী বাজেট যে ভোটমুখী হবে, তা বলাই বাহুল্য। তাতে বিশেষ ভাবে জায়গা করে নিতে পারেন মহিলা, তরুণ, কৃষক এবং দেশের গরিব মানুষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, অন্তর্বর্তী বাজেট ভারতকে নতুন দিশা দেখাবে।
সংসদে ভোট অন অ্যাকাউন্ট পেশের আগে বৃহস্পতিবার সকালে সংসদে হাজির হয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সঙ্গে রয়েছেন তাঁর মন্ত্রকের বাকি সদস্যরাও। রাজনৈতিক মহলের দাবি, নির্মলা ষষ্ঠ বাজেটে পরতে পরতে থাকতে পারে আসন্ন লোকসভা ভোটের আগে সরকারি দিশার কথা।
তবে, কর কাঠামো, আর্থিক বৃদ্ধি, পরিকাঠামো উন্নয়ন এই বিষয়গুলি নিয়ে ভোটের আগে সরকার কী ভাবছে, তাতেও আগ্রহ থাকছে দেশের শিল্প মহলের।