মণিপুর নিয়ে অবশেষে সুর নরম কেন্দ্রের। এই ইস্যুতে অবশেষে আলোচনায় রাজি হল কেন্দ্র। সোমবার সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, সংবেদশীল এই বিষয় সম্পর্কে দেশবাসীর আসল সত্যি জানা প্রয়োজন।
রাজনৈতিক মহলের মতে, সংসদের বাদল অধিবেশনের শুরুর দিন থেকেই মণিপুরকে হাতিয়ার করেছে বিরোধীরা। ক্রমাগত তারা চাপ তৈরি করছে সরকারের উপর। সোমবার একধাপ এগিয়ে, সংসদে বিক্ষোভ দেখিয়েছে বিরোধী জোট ইন্ডিয়া। পাশাপাশি দাঁড়িয়ে কেন্দ্রকে তীব্র আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, অধীর চৌধুরী, বিকাশ ভট্টাচার্যের মতো নেতারা।
আরও পড়ুন : মণিপুরে ডবল ইঞ্জিন সরকার ব্যর্থ, কেন্দ্রকে কড়া আক্রমণ অভিষেকের
এদিন সকালেই মণিপুর পরিস্থিতি সামলাতে মোদী সরকার ব্যর্থ বলেই অভিযোগ করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, বাংলা অনেক ভাল আছে। কিন্তু ডবল ইঞ্জিন সরকারের আমলে মণিপুরের অবস্থা ভয়ঙ্কর।
এই পরিস্থিতিতে সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, মণিপুর নিয়ে সংসদে আলোচনায় রাজি কেন্দ্র। বিরোধীদের এই বিষয়ে আলোচনার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন। এই স্পর্শকাতর বিষয়ে সম্পর্কে সত্যিটা জানা দেশের জন্য গুরুত্বপূর্ণ।