টাকার বিনিময়ে প্রশ্ন। এই অভিযোগে লোকসভা থেকে খারিজ করা হয়েছে তৃণমূলের মহুয়া মৈত্রের সাংসদ পদ। কেন মহুয়ার সাংসদ পদ খারিজ করা হল, তা এবার জানতে চায় সুপ্রিম কোর্ট। বুধবার মহুয়ার করা মামলার শুনানিতে এই ব্যাপারে সংসদের সচিবালয় থেকে রিপোর্ট চাওয়া হয়েছে। দু সপ্তাহের মধ্যে এই রিপোর্ট চাওয়া হয়েছে। এই মামলার পরের শুনানি ১১ মার্চ। সুপ্রিম কোর্টের এদিনের নির্দেশ নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মহুয়া।
বুধবূার সুপ্রিম কোর্টে লোকসভার সচিবালয়ের তরফে সলিসিটর জেনারেল দাবি করেন, সংসদের কার্যপ্রণালী স্পিকারের অধীন। তাতে বিচারবিভাগ হস্তক্ষেপ করতে পারে না। তাতে শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ জানায়, এ বিষয়ে তারা কোনওরকম মন্তব্য করবে না। সংসদের কাজে বিচারবিভাগ কতটা হস্তক্ষেপ করতে পারে সেটা নিয়ে সংশয় রয়েছে।
এরপরই সংসদের সচিবালয়-সহ সব পক্ষকে নোটিস পাঠানো হয়। দু সপ্তাহের মধ্যে সব পক্ষকে জবাব দিতে হবে। তবে মহুয়াকে ততদিন সংসদের কার্যপ্রণালীতে যোগ দেওয়ার অনুমতি দেওয়া হয়নি।