৩০ সেপ্টেম্বর, ২০২৪-এর মধ্যে জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচন করাতে হবে জাতীয় নির্বাচন কমিশনকে। ৩৭০ অনুচ্ছেদ রদ নিয়ে রায়ঘোষণার মধ্যে কেন্দ্রকে এমনই নির্দেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের।
এদিন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় নির্দেশ দেন, আগামী সেপ্টেম্বরের মধ্যে জম্মু-কাশ্মীর বিধানসভার নির্বাচন নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে কেন্দ্রকে।
আরও পড়ুন: জম্মু-কাশ্মীরকে রাজ্যের মর্যাদা, ৩৭০ ধারা বাতিল অসাংবিধানিক নয়, রায় সুপ্রিম কোর্টের
গত সপ্তাহে সংসদে জম্মু-কাশ্মীরের বিধানসভার আসন বিন্যাসের ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপরই বিধানসভা নির্বাচন করিয়ে জম্মু-কাশ্মীরকে রাজ্যের মর্যাদা দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের।