কামদুনি নিয়ে কলকাতা হাই কোর্টের দেওয়া রায়ের উপর স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। তবে মুক্তিপ্রাপ্তদের উপর একাধিক শর্ত আরোপ করেছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশ, রাজারহাট থানার অনুমতি ছাড়া এলাকা ছাড়তে পারবে না মুক্তিপ্রাপ্তরা। কোথায় যেতে গেলে তাদের ওসির থেকে অনুমতি নিতে হবে। প্রতি মাসে প্রথম ও তৃতীয় সোমবার থানায় হাজিরা দিতে হবে তাদের।
আদালতে রাজ্যের বক্তব্য, কামদুনির ঘটনায় যারা জড়িত, কলকাতা হাই কোর্ট তাদের মধ্যে দু জন মুক্তি দিয়েছে। তাদের বেকসুর খালাস করা হয়েছে। রাজ্যের বক্তব্য, ওই দুজন যদি এলাকায় ফিরে আসে, তাহলে আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি ঘটবে।
এর প্রেক্ষিতে কলকাতা হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে কামদুনির প্রতিবাদী ও নির্যাতিতার পরিবারের সদস্যরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। হাই কোর্টের নির্দেশের পর থেকেই তাঁরা অভিযোগ করছেন. নিরাপত্তাহীনতায় ভুগছেন।
শীর্ষ আদালতে এদিনের শুনানিতে নির্যাতিতার পরিবারের আইনজীবী অভিযোগ, কলকাতা হাই কোর্টের নির্দেশে বেকসুর খালাস হওয়ার পিছনে রয়েছে কলকাতা পুলিশের ব্যর্থতা। সেই বিষয়টিও খতিয়ে দেখার আবেদন জানান। সুপ্রিম কোর্টে আগামী দিনের শুনানিতে এই বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানা গিয়েছে।