Rakesh Jhunjhunwala Obit : নিজের বিমান সংস্থার মতোই উত্থান, পাঁচ হাজার টাকা বিনিয়োগে ধনকুবের রাকেশ

Updated : Aug 21, 2022 11:52
|
Editorji News Desk

Rakesh Jhunjhunwala  : এক সপ্তাহ আগের এমন এক রবিবার টেক অফ করেছিল আকাশা এয়ারলাইন্স। মাত্র সাতদিনের মধ্য়েই থমকে গেল এই উড়ান কোম্পানির অন্যতম পৃষ্ঠপোষক রাকেশ ঝুনঝুনওয়ালার জীবনের উড়ান। রবিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ভারতীয় শেয়ারবাজারের 'অর্জুন'। আজ থেকে চার দশক আগে মাত্র পাঁচ হাজার ছিল তাঁর বিনিয়োগ। জীবন শেষ হল ধনকুবের তকমা নিয়ে। 

১৯৬০ সালের ৫ জুলাই অবিভক্ত অন্ধ্রপ্রদেশের হায়দরাবাদে জন্ম রাকেশ ঝুনঝুনওয়ালারা। সেখান থেকে চলে আসা তৎকালীন বোম্বেতে। বাবা ছিলেন আয়কর দফতরের কমিশনার। মূলত বাবাকে দেখেই শেয়ার বাজারের উপর আগ্রহ তৈরি হয়েছিল যুবক রাকেশের। ছাত্র অবস্থাতেই স্টক এক্সচেঞ্জে যাতায়াত শুরু। রাধাকৃষ্ণ দামানি ছিলেন স্টক মার্কেটে তাঁর গুরু। 

১৯৮৫ সালে ভারতীয় শেয়ার বাজারে তাঁর বিনিয়োগ ছিল পাঁচ হাজার টাকা। ২০১৮ সালের সেপ্টেম্বরে টাকার অঙ্কটা বেড়ে হয় ১১ হাজার কোটি টাকা। এই উত্থানে উল্কাও হার মানে তাঁর কাছে। চলতি বছরের জুলাইয়ের হিসাব বলছে, দেশের ৩৬ তম ধনী ব্যক্তি রাকেশ ঝুনঝুনওয়ালা। মোট সম্পত্তির পরিমাণ ৫৩০ কোটি ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ৪২ হাজার ৪০০ কোটি টাকা।

‘ভারতের ওয়ারেন বাফে’ বলে ডাকা হত তাঁকে। বিশেষ করে, ইক্যুয়িটি ইনভেস্টর তিনি মানেই নাকি ‘মিডাস’ স্পর্শ। এমনটাই মনে করেন ব্যবসায়ীরা। এই মনে করায় কোনও ভুল নেই। কারণ, ২০১৭ সালে ট্রেডিংয়ের একটি মরশুম থেকে রাকেশ উপার্জন করেছিলেন ৮৭৫ কোটি টাকা। কিছু দিন আগে একটি জুতো সংস্থার শেয়ার কিনেছিলেন, সেটিও কয়েক দিনের মধ্যে সর্বোচ্চ দরে পৌঁছে যায়। এক দিনে তিনি লাভ করেন ২২১ কোটি টাকা।

Rakesh Jhunjhunwala Passes Away: প্রয়াত ভারতের 'বিগ বুল' রাকেশ ঝুনঝুনওয়ালা, বয়স হয়েছিল ৬২ বছর

কিন্তু আক্ষেপ থেকে গেল একটাই। সেই ২০১১ সাল থেকে সাত হাজার বর্গ ফুটের ১৪ তলা বাড়ি নির্মাণের কাজ শুরু করেছিলেন রাকেশ। কিন্তু সেই বাড়িতে আর থাকা হল না। 

Rakesh Jhunjhunwala

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক