দ্বিতীয়বার মঙ্গলে যাত্রা কবে হবে, তা চূড়ান্ত না হলেও, এই যাত্রা নিয়ে যে তাঁরা রীতিমতো তৎপর হয়ে উঠেছেন, তা জানালেন ইসরো-র এক বর্ষীয়ান বিজ্ঞানী। ইসরোর ইউ আর রাও স্যাটেলাইট সেন্টারের ডিরেক্টর এম সুকুমারন বলেন, এই মিশন মঙ্গল মাপে আরও বড় হবে এবং বিজ্ঞানের আরও অনেক নতুনদিক উন্মোচিত হবে বলেও আশাবাদী তিনি।
সংবাদসংস্থা পিটিআইকে সুকুমারন বলেন, "আপনারা যদি মঙ্গলের নতুন অভিযানের কথা বলেন, তাহলে বলব, সেটি এখনও আলোচনার পর্যায়তেই আছে। কীভাবে অভিযান সফল করা যায়, তা নিয়ে আমরা বিভিন্নদিক খতিয়ে দেখছি। এটি ব্যাপ্তিতে আরও বড় হবে বলেই আশা করছি আমরা। খুব তাড়াতাড়িই এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারব বলে মনে হচ্ছে"।
উল্লেখ্য, ২০১৩ সালের ৫ নভেম্বর ভারতের মঙ্গল অভিযান শুরু হয়। লাল গ্রহতে ভারতের মঙ্গলযান পৌঁছয় ২০১৪ সালে ২৪ সেপ্টেম্বর।