তিরুপতি মন্দিরের প্রসাদের পবিত্রতা নিয়ে মাথাচারা দিয়েছিল বিতর্ক। পশুর তেল, মাছের চর্বি মেশানোর মতো অভিযোগ উঠেছিল। মন্দিরের ট্রাস্ট্রের তরফে সম্প্রতি জানানো হল, দোষমুক্ত হয়েছে তিরুপতি মন্দিরের প্রসাদী লাড্ডু। তিরুমালা তিরুপতি দেবস্থানম কর্তৃপক্ষ এক এক্সবার্তায় জানিয়েছে, ভক্তরা চিন্তামুক্ত ভাবে এবার থেকে প্রসাদী লাড্ডু কিনতে পারেন।
দেশের অন্যতম ধনী এবং জাগ্রত মন্দিরে রোজ লাখো ভক্ত সমাগম হয়। সেই প্রসাদী লাড্ডু বিক্রি হয়, যা দূরদূরান্তে পৌঁছে যায় ভক্তদের মাধ্যমে। সেই লাড্ডুর বিশুদ্ধতা নিয়েই গুরুতর অভিযোগ উঠেছিল।
লাড্ডুতে ব্যবহৃত ঘি নিয়ে মাথাচারা দিয়েছিল বিতর্ক। অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরের টেন্ডার তথ্য ঘি সংগ্রহ প্রক্রিয়ার দিকে আঙুল তুলছে। এরপরেই মন্দিরের তরফে জানিয়ে দেওয়া হল সম্পূর্ণ নিরাপদ ও পবিত্রতা রক্ষা করা হয়েছে প্রসাদী লাড্ডুতে।