৪৯ মিনিটের অপারেশনে শেষ সুড়ঙ্গ-যুদ্ধ। স্বস্তিতে গোটা দেশ। মঙ্গলবারের এই ঘটনায় স্বস্তি প্রকাশ করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। টেলিফোনে কথা বলেছেন উদ্ধার শ্রমিকদের সঙ্গেও। তাঁর এক্স হ্যান্ডেলে সেই ভিডিও প্রকাশও করা হয়েছে।
টেলিফোনেও শ্রমিকদের শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদী। স্বীকার করেছেন নিজের দুশ্চিন্তার কথা। উদ্ধার শ্রমিকদের তিনি জানিয়েছেন, ১৭ দিন ওই ভাবে থাকার পরেও ধৈর্য্য এবং সাহসের পরিচয় দিয়েছেন। মোদী জানিয়েছেন, রোজ তিনি খোঁজ নিতেন। কথা বলতেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গেও।
১৭ দিনের সুড়ঙ্গ-বাসের অভিজ্ঞতার কথা জানিয়েছেন শ্রমিকরাও। রোজ সকাল-সন্ধে খাওয়া শেষে হেঁটে হেঁটে সুড়ঙ্গে ঘুরে বেড়ানো, এমনকী সকালে উঠে ব্যায়াম করার মতো কাজ তাঁরা করে গিয়েছেন। ৪১ জন বিভিন্ন রাজ্য হলেও, এক সেকেন্ডের জন্য তাঁরা কেউ আলাদা হননি বলেও প্রধানমন্ত্রীকে জানিয়েছেন উদ্ধার শ্রমিকরা।