আইফোন ১৪ নিয়ে উৎসাহ এবং প্রত্যাশা আকাশছোঁয়া। অ্যাপল আইফোনের নতুন মডেলটি ঘোষণা করার পর থেকেই প্রায় রীতি-রেওয়াজমতই মানুষে অর্ডার করেছে ভুরিভুরি। আইফোনের আধুনিকতম মডেলটি বাজারে আসার পরপরই এর ঠিক আগের মডেল অর্থাৎ আইফোন ১৩-র দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছিল সংস্থা। প্রায় ১০ হাজার টাকা দাম কমিয়ে আইফোন ১৩-এর দাম শুরু হচ্ছে এখন ৬৯ হাজার ৯০০ টাকা দেখে। এবার, এই আন্দযজ্ঞে সামিল হল ফ্লিপকার্টও। ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে ফ্লিপকার্টের 'বিগ বিলিয়ন ডেজ সেল'। আর, সেখানেই আইফোন ১৩-র দাম ৫০ হাজারেরও কম রাখা হবে বলে জানিয়েছে সংস্থা। যদিও, আসল দামটি ঠিক কত রাখা হবে তা নিয়ে এখনও কিছু খোলসা করেনি ফ্লিপকার্ট।
ফ্লিপকার্ট ইতিমধ্যেই আইফোন ১৩ ১২৮ জিবি মডেলের দাম অন্তত ২০ হাজার টাকা কম রাখার সিদ্ধান্ত নিয়েছে। যার ফলে, বিশেষজ্ঞাদের অনুমান, এই দাম শেষমেশ ৫০ হাজার টাকার নিচেই থাকবে।
উল্লেখ্য, ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডেজ সেল শুরু হচ্ছে আগামী ২৩ সেপ্টেম্বর থেকে। চলবে টানা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। পুজোর আগের এই সেল নিয়ে ইতিমধ্যেই জনমানসে উৎসাহ তৈরি হয়েছে। আইফোন ১৩ সংক্রান্ত ঘোষণাটি সেই উৎসাহকে ত্বরান্বিত করবে বলেই মনে করছে ওয়াকিবহালমহল।