ঠিক হয়েছে আগামী বছর জানুয়ারি মাসে অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন হবে। ২২ জানুয়ারি মন্দিরের উদ্বোধন করবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগেই সামনে এল গর্ভগৃহের ছবি। ছবি সামনে আনলেন রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্রের সাধারণ সম্পাদক চম্পত রাই। সংবাদসংস্থা এএনআই এই ছবি প্রকাশ করেছে।
রাজনৈতিক মহলের মতে, এই মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে আগামী লোকসভার যাবতীয় অঙ্ক। তাই কৌশলগত ভাবেই উদ্বোধনের দেড় মাস আগেই গর্ভগৃহের ছবি শেয়ার করা হল বলেই দাবি রাজনৈতিক মহলের একাংশের। তাঁদের মতে, বছর শেষের আগে থেকে মন্দির উদ্বোধনের হাওয়াকে কাজে লাগাতে চায় গেরুয়া শিবির।
এদিকে, মন্দিরের কাজ কতটা এগিয়েছে, তা ঘুরে দেখেছেন রেলের কর্তারারা। কারণ, এই মন্দিরের সঙ্গে জড়িয়ে এখন অযোধ্যা স্টেশনে সম্প্রসারণের কাজ। পাশাপাশি মন্দিরের জন্যই তৈরি করা হচ্ছে নতুন বিমানবন্দরও। মনে করা হচ্ছে এই সব কাজ ২২ জানুয়ারির আগে শেষ করতে চাইছে সরকার।