সাগর শর্মার বাবার অনুরোধেই নাকি তিনি নতুন সংসদ ভবন দেখার জন্য সাগর এবং মনোরঞ্জন ডি-কে অথিতি পাস দিয়েছিলেন। বুধবার লোকসভার স্পিকার ওম বিড়লা সমন পেয়ে এই দাবি করেছেন কর্নাটকের মহীশূরুর বিজেপি সাংসদ প্রতাপ সিমহা। একটি জাতীয় টেলিভিশন চ্যানেলের দাবি, স্পিকারের কাছে গিয়ে কৈফিয়ৎ দিয়েছেন তিনি।
ঘনিষ্ঠ মহলে প্রতাপ জানিয়েছেন, সাগরের বাবা শঙ্করলাল শর্মা তাঁর কেন্দ্রের বাসিন্দা। ছেলে নতুন সংসদ ভবন দেখতে চায়। শঙ্করলাল নাকি তাঁকে বারবার এই অনুরোধ করেছিলেন। তাঁর অনুরোধের ভিত্তিতে নতুন সংসদ ভবনে সাগর এবং মনোরঞ্জনের জন্য অতিথি পাসে সই করেছিলেন বিজেপি সাংসদ।
কিন্তু ওই যুবক লোকসভার মধ্যে ঢুকে এমন কাণ্ড ঘটাবেন, তা বুঝতে পারেননি বিজেপি সাংসদ। বৃহস্পতিবার এই ঘটনায় তাঁকে ডেকে পাঠিয়েছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। রাজনৈতিক মহলের দাবি, লোকসভা ভোটের আগে এই ঘটনাকে বড় ভুল বলেই মনে করছে গেরুয়া শিবিরের একাংশ। ইতিমধ্যেই জাতীয় নিরাপত্তার প্রশ্ন উসকে দিয়েছে তৃণমূল। প্রতাপকে বহিষ্কারের দাবি করা হয়েছে।