CAA: বাংলা থেকে CAA-তে নাগরিকত্ব পেলেন আবেদনকারী শরণার্থী, বিজ্ঞপ্তি স্বরাষ্ট্র মন্ত্রকের

Updated : May 29, 2024 23:06
|
Editorji News Desk

নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ-র আওতায় পশ্চিমবঙ্গে নাগরিকত্বের শংসাপত্র দিতে আরম্ভ করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ৷ বুধবার সন্ধ্যায় একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে ৷ পশ্চিমবঙ্গ ছাড়া উত্তরাখণ্ড এবং হরিয়ানাতেও বুধবার থেকেই প্রথম দফার আবেদনকারীদের নাগরিকত্ব মঞ্জুর করার কাজ শুরু হয়েছে ৷ প্রথমবার এই আইনের অধীনে নাগরিকত্ব পেলেন বাংলা থেকে আবেদনকারী শরণার্থী।

উল্লেখ্য, সপ্তাহ দুয়েক আগেই CAA-র মাধ্যমে ১৪ জনকে নাগরিকত্ব দিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সিটিজেনশিপ অ্য়ামেডমেন্ট অ্য়াক্ট-এর নোটিফিকেশন জারি হওয়ার পর আবেদন করেছিলেন তাঁরা। এবং লোকসভা নির্বাচনের মধ্যেই তাঁদের নাগরিকত্ব দেওয়া হল। দিল্লিতে ওই ১৪ জনের হাতে শংসাপত্র তুলে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লা।

পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তানে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ভারতে আসা অ-মুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দিতেই আনা হয়েছে সংশোধিত নাগরিকত্ব আইন (CAA)। ২০১৯ সালে নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হলেও বিধি নিয়ে জট থাকায় তা এতদিন কার্যকর করা যায়নি। চলতি বছরের ১১ মার্চ সিটিজেনশিপ অ্য়ামেডমেন্ট অ্য়াক্টের বিজ্ঞপ্তি প্রকাশ করে কেন্দ্রীয় সরকার। ২০১৯ সালের ডিসেম্বর মাসেই এই বিলটি সংসদে পাস হয়। যা নিয়ে বিতর্কও ওঠে চরমে।

ভারতীয় হতে আগ্রহীদের আবেদন করার জন্য বিশেষ পোর্টালও তৈরি করে কেন্দ্র। সেই পোর্টালের মাধ্যমে আবেদন করেই নাগরিকত্ব পেলেন বাংলার শরণার্থী।

CAA

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক