যুমনা জল ছাড়া নিয়েও এবার শুরু হয়ে গেল রাজনীতি। দিল্লির আপ সরকারের অভিযোগ ইচ্ছাকৃত ভাবে যুমনায় বেশি করে জল ছাড়ছে হরিয়ানা সরকার। কেজরিওয়াল সরকারের এই অভিযোগ সপাটে উড়িয়ে দিয়েছে হরিয়ানার বিজেপি সরকার। তাদের দাবি, এত বছরের দিল্লির নিচু এলাকাকে উচু করে ব্যর্থ হয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। এই পরিস্থিতিতে শনিবার ফের জলস্তর বেড়েছে যমুনায়। ফলে নতুন করে জলমগ্ন হয়েছে বেশ কিছু এলাকা। শনিবারের সকালের হিসাব প্রায় ২০৯ মিটার উচুতে বইছে যমুনার জল। আর তাতেই হাবুডুবু খাচ্ছে রাজধানীর একাংশ।
এদিকে, লাগাতার জল বাড়ায় বিপাকে রাজধানীর নিচু এলাকাগুলি। ঘরবাড়িতে তো বটেই এমনকী এই এলাকায় থাকা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, অফিস-কাছারি এখন জলমগ্ন। লালকেল্লাতেও জল উঠছে। তা কোমর ছাড়িয়ে গিয়েছে। বন্ধ করে রাখা হয়েছে শহরের একমাত্র বড় শশ্মান ঘাটও। প্লাবন পরিস্থিতি সামলাতে সেনার সাহায্য চেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল। সেই মতো সেনা নেমেছে।
যমুনার জল বাড়তে থাকায় ওয়াজিরাবাদ, চন্দ্রওয়াল এবং ওখলা জল শোধনাগারগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে রাজধানীর পানীয় জলের সঙ্কটের মুখে দাঁড়িয়ে। জলের জন্য নলকূপের সামনে বালতি নিয়ে ভিড় জমাচ্ছেন বাসিন্দারা। পাশাপাশি দোকানবাজার বন্ধ থাকায় খাবারের জন্যও হাহাকার শুরু হয়েছে।