সংসদে রং-বোমা হামলার অভিযোগ গ্রেফতার পাঁচজনকে আরও সাতদিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হল। বৃহস্পতিবার এই ঘটনায় ধৃতদের আদালতে পেশ করা হয়। তবে তার আগে ধৃতদের জেরায় একাধিক তথ্য হাতে পেয়েছে দিল্লি পুলিশ।
তদন্তে দিল্লি পুলিশ দাবি করেছে, শীত অধিবেশনের আগে নতুন সংসদের বাদল অধিবেশনেই এই বিশৃঙ্খলা তৈরির চেষ্টার পরিকল্পনা করা হয়েছিল। তা প্রায় চূ়ড়ান্ত হয়ে গিয়েছিল। কিন্তু পাস না মেলায় ওই চার যুবক পিছিয়ে এসেছিলেন। কারণ, অনেক চেষ্টা করেও তাঁরা পাস জোগার করতে পারেননি।
তবে, এই ঘটনায় পাঁচজন তাদের জালে ধরা পড়লেও, এখনও অধরা ললিত ঝা। বৃহস্পতিবার দিনভর ললিতের সন্ধানে তল্লাশি চালিয়েছে দিল্লি পুলিশ। কলকাতার বড়বাজার এবং উত্তর ২৪ পরগনার হালিশহরেও তাঁর খোঁজে তল্লাশি চলেছে। কারণ, দিল্লি পুলিশ জানতে পেরেছে ললিতের সঙ্গে বাংলার যোগ স্পষ্ট। যদিও, ঘটনার আগে ললিতদের রাজস্থানে দেখা গিয়েছে বলে আরও একটি সূত্রে দাবি করা হয়েছে।