হাথরসে পদপৃষ্টের ঘটনায় লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। উত্তরপ্রদেশের এই ঘটনায় শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ঘটনার উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, স্থানীয় রতিভানপুরে এক ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে গিয়েই এই বিপত্তি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি তাঁবু খাটিয়ে চলছিল ওই ধর্মীয় অনুষ্ঠান। তাঁবু ভেঙে এই ঘটনা ঘটে বলে প্রাথমিক ভাবে জানিয়েছে জেলা পুলিশ। তবে, এই ঘটনায় মৃতের সংখ্যা নিয়ে দ্বন্দ্ব রয়েছে রাজ্য প্রশাসনের অন্দরেই। এই ঘটনায় রাজ্য পুলিশ দাবি করেছে, মারা গিয়েছেন ২৭ জন। কিন্তু জেলা শাসক জানিয়েছেন, ঘটনায় মৃত ৫০ জন।
ইতিমধ্যেই এটওয়ার মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃতদের ময়নাতদন্ত করা হয়েছে। ইতিমধ্যেই ঘটনায় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে।