Uttarakhand Bus Accident Update : উত্তরকাশীতে খাদে বাস উল্টে যাওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ২৫

Updated : Jun 06, 2022 15:09
|
Editorji News Desk

উত্তরাখণ্ডের উত্তরকাশীতে খাদের মধ্য়ে তীর্থযাত্রিদের বাস উল্টে পড়ার ঘটনায় মৃতের সংখ্য়া বেড়ে দাঁড়াল ২৫। এই ঘটনায় আহতদের এখনও হাসপাতালে চিকিৎসা চলছে। রবিবার মধ্যপ্রদেশের পান্না থেকে যমুনোত্রী যাওয়ার পথে উত্তরকাশীর ডামটায় একটি খাদে উল্টে পড়েছিল তীর্থযাত্রি বোঝাই এই বাস। উত্তরাখণ্ড পুলিশ ও প্রশাসন প্রাথমিক ভাবে জানায়, এই ঘটনায় ২২ জনের মৃত্য়ু হয়েছে। তারপর সোমবার আরও তিনটি দেহ উদ্ধার করা হয়েছে।

এই ঘটনায় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবাই শোক প্রকাশ করেছেন। মধ্য়প্রদেশ এবং উত্তরাখণ্ড- এই দুই রাজ্যের মুখ্য়মন্ত্রীদের সঙ্গে আলাদাভাবে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। উত্তরাখণ্ড প্রশাসনের তরফে জানানো হয়েছে, বাস দুর্ঘটনায় মৃতরা সবাই মধ্যপ্রদেশের পান্না জেলার বাসিন্দা। পুলিশ জানিয়েছে,বাসের চালক এবং খালাসি ছাড়া মোট ২৮ জন পূণ্যার্থী ছিলেন। রবিরার ঘটনার পর উত্তরাখণ্ড পুলিশ দাবি করেছিল, ঘটনাস্থল থেকে ২২ জনের দেহ উদ্ধার করা হয়েছে। কিন্তু সোমবার রাজ্য প্রশাসন জানিয়েছে, এখনও পর্যন্ত ১৭ জনের দেহই পাওয়া গিয়েছে। বাকিদের খোঁজ চলছে। তারজন্য ঘটনাস্থলে কাজ করছেন রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা।

নিহতদের দেহ পরিবারের হাতে তুলে দিতে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামীর সঙ্গে কথা বলেছেন মধ্য়প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

 

Bus AccidentUttarkashi DistrictUttarakhand

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক