গত ১৮ মাস বেতনহীন। রাঁচির রাস্তায় ইডলি বিক্রি করছেন চন্দ্রযান-তিনের অন্যতম কারিগড়। বিবিসি হিন্দির এই খবরকে এবার ভিত্তিহীন বলে উড়িয়ে দিল প্রেস ইনফোরমেশন ব্যুরো। টুইট করে পিআইবি পাল্টা জানিয়েছে, এই খবর ভুল এবং মিথ্যে।
দীপক কুমার উপ্রারিয়া। ঝাড়খণ্ডের রাঁচির এই বাসিন্দা চাকরি করেন হেভি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন লিমিডেটে। অভিযোগ গত ১৮ মাস বেতনহীন। সংসার চালাতে তাই রাস্তায় ইডলির দোকান খুলছেন। এই খবরই করছিল বিবিসি হিন্দি। তাতে সংযোজন ছিল, দীপক কুমার ছিলেন চন্দ্রযানের অন্যতম টেকনিশিয়ান। যাঁরা ফ্লোডিং প্ল্যাটফর্ম এবং স্লাইডিং দরজা তৈরি করেছিলেন।
ব্রিটিশ মিডিয়ার এই খবরকে উড়িয়ে দিয়েছে পিআইবি। পাল্টা দাবিতে জানানো হয়েছে, হেভি ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে চন্দ্রযান-তিন তৈরির কোনও সম্পর্ক নেই। কারণ ২০০৩ থেকে ২০১০ পর্যন্ত এই কোম্পানির সঙ্গে লেনদেনের সম্পর্ক ছিল ইসরোর।