ফের টুকরো করে কাটা মহিলার দেহ উদ্ধার। এবার দেহ মিলল মহারাষ্ট্রের থানের মীরা-ভায়ান্দার এলাকার সাত তলার একটি ফ্ল্যাট থেকে। পুলিশ সূত্রে খবর, মৃত মহিলার বয়স ৩৬। জানা গিয়েছে, মৃত সরস্বতী বৈদ্য মনোজ সাহানি নামে ৫৬ বছরের একজন ব্যক্তির সাথে লিভ-ইন সম্পর্কে ছিলেন। এবং এই দম্পতি গত তিন বছর ধরে ওই ফ্ল্যাটে বসবাস করছিলেন।
CBI Raid: দক্ষিণ দমদম পুরসভায় ম্যারাথন তল্লাশি, পুর প্রশাসন থেকেও নথি উদ্ধার সিবিআইয়ের
ফ্ল্যাটের চারপাশ থেকে দুর্গন্ধ বেরতে শুরু করলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ, এবং মৃত মহিলার টুকরো করা দেহ উদ্ধার করে। ইতিমধ্যেই দুই সন্দেহভাজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ, চলছে তদন্ত।