তাঁদের নাতি-নাতনি চাই। এক বছরের মধ্য়ে তা দিতে না পারলেন, ক্ষতিপূরণ বাবদ তাঁর ছেলে ও পুত্রবধূকে দিতে হবে পাঁচ কোটি টাকা। বুধবার উত্তরাখণ্ডের এক আদালতে এই দাবিই করলেন হরিদ্বারের বাসিন্দা এস আর প্রসাদ ও তাঁর পরিবার। এদিন ওই পরিবারের দাবি, তাঁরা নিঃস্ব। কারণ মার্কিন মুলুকে ছেলের উচ্চশিক্ষার জন্য সব অর্থই খরচ হয়ে গিয়েছে। সঞ্চয় চলে গিয়েছে বাড়ি তৈরি পিছনে। কারণ, তার জন্য ব্যাঙ্ক থেকে আর্থিক ঋণও নিতে হয়েছে। ব্যক্তিগত এবং আর্থিক ভাবেই খুবই বেহাল অবস্থার মধ্যে রয়েছেন তাঁরা। তার জন্যই ছেলে-বউমার কাছ থেকে হয় নাতি-নাতনি অথবা পাঁচ কোটি টাকা করে ক্ষতিপূরণ চেয়েছেন।
হরিদ্বারের ওই দম্পতির হয়ে আদালতে মামলা লড়বেন আইনজীবী এ কে শ্রীবাস্তব। তাঁর দাবি, "এই মামলার মাধ্যমে সমাজের বাস্তব ছবিটা ফুটে উঠেছে।"
তাঁর মতে, সন্তানদের জন্য নিজেদের যাবতীয় জমা পুঁজি খরচ করে ফেলেন মা-বাবারা। সুতরাং সন্তানদেরও উচিত মা-বাবার আর্থিক দায়ভার বহন করা!