উত্তরপ্রদেশের ললিতপুরে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে (Lalitpur rape) গ্রেফতার অভিয়ুক্ত পুলিশ অফিসার (Police officer arrested) তিলকধারী সরোজ। প্রশাসন সূত্রে খবর, প্রয়াগরাজ থেকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত ওই পুলিশ অফিসারকে।উত্তরপ্রদেশ পুলিশ (Uttar Pradesh police) জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ডিআইজি পদমর্যাদার এক অফিসার ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্ট পেশ করবেন।ধর্ষণের অভিযোগ (Lalitpur rape) জানাতে গেলে ১৩ বছরের ওই নাবালিকাকে থানায় মধ্যেই তিলকধারী ধর্ষণ করে বলে অভিযোগ।
ঘটনার কথা প্রকাশ্যে আসার পরেই আত্মগোপন করেছিল অভিযুক্ত। নাবালিকার এক আত্মীয়াও ওই ধর্ষণ-কাণ্ডের অন্যতম অভিযুক্ত। জেলা পুলিশের সুপার জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে পকসো-সহ বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে। শুধু অভিযুক্তকে গ্রেফতার নয়, যে থানায় (Lalitpur rape) এই ঘটনা ঘটেছিল, সেই থানার সব পুলিশ কর্মীকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এই অবস্থায় ললিতপুরের ঘটনায় যোগী সরকারের থেকে রিপোর্ট চাইল জাতীয় মানবাধিকার কমিশন।
আরও পড়ুন: সূচিতে পরিবর্তন, বৃহস্পতিবার বঙ্গসফরে অমিত শাহ
বুধবার কমিশন উত্তরপ্রদেশের মুখ্যসচিবের কাছে চিঠি পাঠিয়ে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। একই সঙ্গে ঘটনাটির (Lalitpur rape) রিপোর্ট জমা দিতে বলা হয়েছে রাজ্য পুলিশের ডিজিকেও। ১৩ বছরের এক কিশোরীকে থানায় ধর্ষণের ঘটনা (Lalitpur rape) কী ভাবে ঘটল, তা আগামী চার সপ্তাহের মধ্যে কমিশনকে জানাতে বলা হয়েছে মুখ্যসচিবকে।
ললিতপুরে এই ঘটনা বুধবার সকালেই প্রকাশ্যে আসে। স্থানীয় একটি সংবাদমাধ্যমের দাবি, ওই কিশোরী থানায় গণধর্ষণের রিপোর্ট লেখাতে এসেছিল। অভিযোগ, থানার ভিতরেই তাকে ফের ধর্ষণ করে ওসি তিলকধারী সরোজ। খবরটি প্রকাশ্যে আসার পরই স্বতঃপ্রণোদিত হয়ে ঘটনাটির রিপোর্ট চেয়ে পাঠিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। যদিও ইতিমধ্যেই উত্তরপ্রদেশ পুলিশ ওই পুলিশ আধিকারিককে গ্রেফতার করেছে। সাসপেন্ড করা হয়েছে আরও ২৯ জন পুলিশকর্মীকে।
পুলিশ সূত্রে জানানো হয়েছে, তিন দিন ধরে চার ব্যক্তি ওই কিশোরীকে ধর্ষণ (Lalitpur rape) করেছিল। সেই অভিযোগ জানাতেই থানায় এসেছিল সে। পরে থানার ঘটনাটি সে জানায় একটি বেসরকারি সংস্থাকে। ওই সংস্থা এ নিয়ে মামলা দায়ের করে। তার পরেই প্রকাশ্যে আসে গোটা বিষয়টি। জাতীয় মানবাধিকার কমিশন স্থানীয় ওই সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতেই স্বতঃপ্রণোদিত হয়ে ঘটনাটির রিপোর্ট তলব করেছে।